Tuesday, May 13, 2008

ভাবনাগুলো যেমন হয়

আমাদের ভাবনাগুলো সচরাচর এলোমেলো হয়ে থাকে। সেই এলোমেলো ভাবনাগুলো অন্যকে জানানোর ইচ্ছে থেকেই হয়তো ব্লগ এর সৃষ্টি। আমরা ভাবনাগুলোকে যত্নে গুছিয়ে নিই, সাজাই, তারপর পরিবেশন করি।

আমার ভাবনাগুলো আমি সাজাবো না। হাবিজাবি পড়ে যাদের অভ্যাস, তাদের জন্যই আমার লেখা।

No comments: